শ্রম প্রতিমন্ত্রী আগামীকাল খুলনা আসছেন


সাগর কুমার বাড়ৈ জেলা প্রতিনিধি খুলনাঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ১০ দিনের সফরে আগামীকাল খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৪ মার্চ দিবাগত রাত ১২.০১ মিনিট অর্থাৎ ২৫ মার্চের প্রথম প্রহরে গল্ল¬¬ামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ২৫ মার্চ সকাল ১০টায় খুলনা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে

সাথে গল্ল¬¬ামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ঐদিন সকাল সাড়ে সাতটায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন। সকাল নয়টায় মহান স্বাধীনতা দিবসের র‌্যালিতে এবং সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় যোগদান করবেন। তিনি সকাল সাড়ে ১১টায় দৌলতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে

আলোচনা সভায় যোগদান, বিকাল সাড়ে তিনটায় খুলনা জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এবং বিকাল সাড়ে পাঁচটায় জেলা স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলে যোগদান করবেন।প্রতিমন্ত্রী ২৭ ও ২৮ মার্চ তারাবি নামাজ শেষে নিজ বাস ভবনে নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। তিনি ২৯ মার্চ বিকাল চারটায় খানজাহান আলী থানা আওয়ামী

লীগের ২ নম্বর ওয়ার্ড আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে, ৩০ মার্চ বিকাল চারটায় খালিশপুর চরের হাট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে খালিশপুর থানা আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ৩১ মার্চ বিকাল চারটায়

দৌলতপুর শেখ মতিয়ার রহমান অডিটোরিয়ামে দৌলতপুর থানা আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে, ১ এপ্রিল বিকাল চারটায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের ৩৬ নম্বর ওয়ার্ড আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এবং ২ এপ্রিল বিকাল চারটায় খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস অফিসার্স ক্লাবে খালিশপুর থানা আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে করবেন। রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top