জয়নাল আবেদীন, সীতাকুণ্ডঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৫ টায় সলিমপুর ইউনিয়নের পাক্কা মাথা বিএসআরএম কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতরা হলেন, উপজেলার কালু শাহ এলাকার বশর খলিফার বাড়ির মো. মুছার পুত্র মো. ইউসুফ (৩৪) অন্যজন চট্টগ্রামের পাঁচলাইশ
থানার আজিজের পুত্র মহিউদ্দিন রাজু (৩০)।
জানা গেছে,সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের পাক্কা মাথা বিএসআরএম কারখানার সংলগ্ন বৃহস্পতিবার বিকাল ৫ টায় দুই ব্যবসায়ী দোকানের মালের জন্য মোটর সাইকেল যোগে চট্টগ্রাম নগরে যাওয়ার পথে কালিরহাট এলাকা অতিক্রম করার সময় একি মুখী একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করে এস আই আমির উদ্দিন জানান,দুই ব্যবসায়ী দোকানের মালের জন্য মোটর সাইকেল যোগে চট্টগ্রাম নগরে যাওয়ার পথে কালিরহাট এলাকা অতিক্রম করার সময় একি মুখী একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।লাশটি উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।