জরায়ু ক্যান্সারে আক্রান্ত শিল্পী বেগমের চিকিৎসার সকল দ্বায়ভার গ্রহন করলেন- এমপি ও মিসেস সারমিন সালাম

 সাগর কুমার বাড়ই , জেলা প্রতিনিধি , খুলনা //  খুলনা জেলার তেরখাদা উপজেলার ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ধানখালি গ্রামের মোসাঃ শিল্পি বেগম দীর্ঘ দিন যাবৎ জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে । অসুস্থ শিল্পী বেগম বিনা চিকিৎসায় সংকটাপন্ন অবস্থায় থাকায় খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম

মূর্শেদী এবং তাঁর সহধর্মিণী মিসেস সারমিন সালাম এর সহযোগিতা কামনা করেছিলেন । খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও মিসেস সারমিন সালাম , শিল্পী বেগমের চিকিৎসার সকল দ্বায়ভার গ্রহন করেন । ঢাকা এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগে তাঁর সুচিকিৎসার ব্যাবস্থা করেন । ২৪ শে

মার্চ ~ ২০২৩ ইং বৃহস্পতিবার সকালে অসুস্থ শিল্পী বেগমের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও তাঁর সহধর্মিণী মিসেস সারমিন সালাম । । শিল্পী বেগমের শারীরিক অবস্থা আগের চেয়ে সন্তোষ জনক। জরায়ু ক্যান্সারে আক্রান্ত শিল্পী বেগম তেরখাদা উপজেলা বাসী সহ দেশ বাসীর নিকট দোয়া প্রার্থনা করেন যেন তিনি আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top