সেলিম মাহবুব, ছাতকঃ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে ৪র্থ ধাপে দেশের ৩৯ হাজার ৩ শ ৬৫ পরিবারকে পাকা গৃহ প্রদান করেছেন। বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন পরিবারের জন্য নির্মিত এসব পাকা গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়াদেশ ব্যাপি এ যুগান্তকারী ঘোষণার পর ছাতক উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ছাতকের ৫০টি গৃহহীন পরিবারের হাতে ভুমির দলিল সহ নতুন ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন ছাতক -দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ
সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারি কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ
মাঈনুল জাকির, ছাতক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাস, সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ।
বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আফসার আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, সাংবাদিক সাকির আমিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন। সভায় আবেগ আপ্লুত হয়ে বক্তব্য
রাখেন, উপকারভোগী শাহ আলম, মরিয়ম বেগম, জালাল উদ্দিন, হানিফা বেগম ও হাজেরা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়,যুব উন্নয়ণ কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা,পল্লী উন্নয়ণ কর্মকর্তা প্রনব লাল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আনসার ও ভিডিপি’র’ প্রশিক্ষণ কর্মকর্তা শফিকুর
রহমান, একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ, তথ্য আপা সাবিহা মোস্তারি, ইউনিয়ন উপসহকারি ভুমি কর্মকর্তা রেবুল কুমার দাস, সার্ভেয়ার রুহুল আমিন, আওয়ামীলীগ নেতা খায়রুল হুদা, আব্দুল কাদির, হাবিবুর রহমান জয়, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, আজিজুল হক প্রমুখ। সহকারি কমিশনার( ভুমি) মোঃ ইসলাম উদ্দিন জানান, ছাতকে চারটি ধাপে গৃহহীন ৫ শত ৪৫ পরিবারকে ভুমি সহ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাকা গৃহ প্রদান করা হয়েছে। চলতি বছরেই আরো ২ শত ৬৫ ভুমিহীন পরিবারকে পাকা গৃহ প্রদান করা হবে। এসব ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।