মোছাঃ তাওহীদা ইসলাম তন্নী নাটোর :::: নাটোরের গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ /২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ও পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা সহায়তা কার্যক্রমের আওতায় বিনামূল্যে ধান বীজ, পাটবীজ ও
রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৩ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে ৫হাজার ৩শ কৃষকদের মাঝে ৫ কেজি করে ধানের বীজ ও ১০কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া পাট প্রণোদনার আওতাভুক্ত ১৩শ
কৃষকে এক কেজি করে পাটবীজও প্রদান করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, কৃষি অফিসার হারুনর রশিদ ও কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়র রহমান প্রমুখ।