রিপোর্টার মাসুদ রানা :::: বগুড়ার শেরপুর উপজেলায় হিজরা জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ শেষ হয়েছে।বেসরকারি সংস্থা টিএমএসএস এই প্রশিক্ষণের আয়োজন করে। আজ বৃহস্পতিবার দুপর ১২ টার সময় শেরপুর
কোর্টপাড়া এলাকায় টিএমএসএস এর অফিস কার্যলয় কহ্মে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে ১০ জন হিজরার হাতে মোবাইল ফোন সার্ভিসিং এর উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা সমাজ সেবা অফিসার জনাব ওবাইদুল হক। জনাব মোঃ আব্দুর রশিদ জোনাল ম্যানেজার টিএমএসএস
এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃছানাউল হক খান জোনাল ম্যানেজার টিএমএসএস।এসময় উপস্থিত ছিলেন,জনাব মোঃ আনিছুর রহমান অঞ্চল প্রধান শেরপুর, জনাব মোঃ বদরুল আলম সহকারী প্রকল্প পরিচালক টিএমএসএস।মোছাঃ মোর্শেদা হক মুকুট মণি। প্রোগ্রাম অফিসার টিএমএসএস শেরপুর ধুনট।