শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের ৪৪ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২ টার পর বিদ্যালয়ের হলরুমে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জিয়াউর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।

তিনি বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত।আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে।তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের

অবহেলিত এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।পরিশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন ভালো ফলাফল করে কলেজের নাম উজ্জলতর করার আহ্বান জানান।
এ সময় শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভাপতি এম এম আসাদুজ্জামান সহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top