কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক শরণখোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

 মেহেদি হাসান নয়ন, বাগেরহাট ::::  বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বাগেরহাটের শরণখোলায়,মোড়লগঞ্জ উপকূল/চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের মাঝে জনসচেতনামূলক বক্তব্য ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে ২শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা

সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই প্রয়োজন তাই দরিদ্রের চিকিৎসা সেবায় এগিয়ে আসে কোস্ট গার্ড পশ্চিম জোন। এ সময় বিসিজি স্টেশান শরণখোলায় কন্টিজেন্ট কমান্ডার আব্দুল মজিদ, পিও কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব

পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top