বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-১

 মেহেদি হাসান নয়ন, বাগেরহাট ::: বাগেরহাটের সদর উপজেলার ডেমা ইউনিয়নের খেগড়াঘাট ম্যাধমিক বিদ্যালয়ের পাশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাকিব হাওলাদার (২০)ঘটনাস্থলে নিহত হয়েছে,গুরুতর আহত হয়েছে অপর যাত্রী। ২১মার্চ(মঙ্গলবার)বিকাল ৩টায় সদর উপজেলার খেগড়াঘাট এলাকার বাসিন্দা
মকবুল হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার মটরসাইকেল যোগে বাসা থেকে গিলেতলা বাজার দিকে যাওয়ার পথে বিপরিত দিক থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির ডাম্প ট্রাক এসে মোটরসাইকেল কে চাপা দিলে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে
কর্তবরত চিকিৎসক চালক সাকিব হাওলাদার(২০)কে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত অপর জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়।বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ,কে এম আজিজুল ইসলাম, সাকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top