সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪শত’ হতদরিদ্র পরিবারের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকার এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব খন্দকার এনায়েত উল্লাহ’র পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার বিকেলে উপজেলার জাউয়াবাজার, সিংচাপইড় ও দক্ষিণ খুরমা ইউনিয়নের ৪শত হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ
কার্যালয় মাঠে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় খুরমা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জাউয়াবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুন নূর, ইউপি সদস্য আমতর আলী, এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিমিটেডের এ জি এম মাইন উদ্দিন স্বপন, সিলেট -ঢাকা
বাস সার্ভিসের ম্যানেজার জসিম উদ্দিন, সিলেটের নূর মোস্তফা ও সুনামগঞ্জের ম্যানেজার সাহার উদ্দিন, জাউয়াবাজার আঞ্চলিক ম্যানেজার সুয়েব মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহিন মিয়া তালুকদার, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা লায়েক মিয়া তালুকদার, আকবর আলী, শ্রমিক নেতা মনর আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউল হক সানি প্রমূখ উপস্থিত ছিলেন।