ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টার– আজ ১৯ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় খুলনার আড়ংঘাটা প্রাইমারি স্কুল পুরাতন থানার সামনে মাহমুদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় ব্যক্তিদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান রমাদান ফুড বাস্কেট-২০২৩ অনুষ্ঠিত হয়। রমাদান ফুড বাস্কেট-২০২৩ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা,
বিপিএম-সেবা । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; চেয়ারম্যান ০৫ নং আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ দিঘলিয়া, খুলনা এস.এম. ফরিদ আক্তার; অফিসার ইনচার্জ আড়ংঘাটা থানা ওয়াহিদুজ্জামান; সাবেক চেয়ারম্যান ০৫ নং আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ দিঘলিয়া, খুলনা মফিজুর রহমান জিবলু; বিশিষ্ট সমাজ সেবক মোড়ল জাহাঙ্গীর হোসেন;
ইউপি সদস্য ও সভাপতি, আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয়, আড়ংঘাটা, খুলনা মোঃ সোহেল সরদার; প্রধান উপদেষ্টা মাহমুদ আলী ফাউন্ডেশন আঃ মান্নান মোল্যা; উপদেষ্টা মাহমুদ আলী ফাউন্ডেশন মোল্যা আনিসুর রহমান মিন্টু; প্রধান সহকারী মাহমুদ আলী ফাউন্ডেশন মোঃ তুহিন মোড়ল; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ওয়াসা কর্মচারী ইউনিয়ন খুলনা মোঃ হাবিবুর রহমান-সহ অন্যান্য ব্যক্তিবর্গ।