কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের মসজিদের ইমাম-মুয়াজ্জিন,শিক্ষক-ডাক্তার, পূজা উদযাপন কমিটির মানুষের সাথে মতবিনিময়

 খানজাহান আলী থানা প্রতিনিধিঃ আসন্ন খুলনা সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সরকারের পদক্ষেপ সমুহ তুলে ধরে সমাজের নেতৃত্বদানকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে অবহিত করণের লক্ষে খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে সুধি সমাবেশ ও মতবিনিময় সভা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়  রবিবার কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ফুলবাড়ীগেটস্থ মীরেরডাঙ্গা ক্রীড়া চক্র মিলনায়তনে মসজিদের ইমাম-মুয়াজ্জিন, স্কুলের প্রধান শিক্ষক-ডাক্তার, পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ

সম্পাদকসহ সমাজের নেতৃত্বদানকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আবদুল খালেক। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ,

ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, মহানগর আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, থানা আ’লীগ নেতা ও আটরা গিলালতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাও. হাফিজুর রহমান হাফিজ, থানা

আ’লীগ নেতা কাজী জাকারিয়া রিপন, মো. সেলিম রেজা, সুমন মুন্সী, নাসিরউদ্দিন, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক,ডাক্তার, জনপ্রতিনিধি, সুশীলসমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল। মতবিনিময় সভায় প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আবদুল খালেক বলেন‘‘ আসন্ন খুলনা সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বার্তা সমাজের সকল শ্রেনী পেশার মানুষের কাছে পৌছে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top