দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নে ফ্রি চক্ষু ক্যাম্প

 রিপোর্টার  রিয়াদ হাসান হৃদয় জামালপুর ::::    জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন এর কৃতি সন্তান শাখাওয়াত হোসেইন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। ১৮ই মার্চ ২০২৩ শনিবার বলরামের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেলিম মিয়া জে কে,চেয়ারম্যান পাররামরামপুর ইউনিয়ন পরিষদ।সভাপতি হিসেবে

উপস্থিত ছিলেন জনাব, আফজালুল মুজিব (শামুন)। শাখাওয়াত হোসেইন এর সার্বিক সহযোগিতায়,চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল,জামালপুর। সে সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন,এলাকায় বহু চেয়ারম্যান আসছে,অনেক বিত্তশালী আছে।কিন্তু এমন উদ্যোগ কেও নেয়নি।শাখওয়াত হোসের এমন উদ্যোগ এর কারনে অনেক গরিব মানুষ ফ্রি চিকিৎসা পাবে। সভাপতির বক্তব্যে বলেন,এই রকম ভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে দেশে সাধারণ

মানুষের অনেক উপকার হবে। শাখাওয়াত হোসেইন বলেন,আমি কোন জন প্রতিনিধি না আর হতেও চাইনা।আমি চাই যাতে কেও টাকার অভাবে অন্ধ না হয় তাই আমি এমন উদ্যোগ নিয়েছি। এই ক্যাম্পের মাধ্যমে গরিব মানুষের জন্য,ফ্রি চক্ষু দেখানো ও ছানি অপারেশন এর ব্যাবস্থা করা হয়।প্রায় তিন শত রুগী এক দিনে তাদের চোখের চিকিৎসা নিতে পেরেছে বলে যা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top