কলকাতায় পীরজাদা নওশাদ সিদ্দিকীর উপর আচমকা হামলা

 কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম::::  আজ কলকাতার ধর্মতলায় পশ্চিম বাংলার সরকারি কর্মচারী ফেডারেশন এর সভায় বক্তব্য রাখার সময় আচমকা হামলা চালায় এক ব্যক্তি বিধায়ক ও পীরজাদা নওশাদ সিদ্দিকীর উপর। তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন এক ব্যক্তি এসে তার বক্তব্য দিতে বাধা দেয়, এবং আচমকা পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং আই এস এফ নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ধাক্কা দেয়। উপস্তিত জনতা সাথে সাথে ধরে ফেলে এবং তাকে জুতোপেটা

করে এবং মারধর করে কলকাতা পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ হামলাকারী ব্যাক্তি কে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই ঘটনার পর সারা পশ্চিম বাংলার বিরোধী দলের নেতৃত্ব পশ্চিম বাংলার শাসক তৃনমূল দলের এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন। কারণ খোদ কলকাতার বুকে দিনের বেলায় যদি একজন বিধায়ক কে এভাবে হেনস্তা করেন তাহলে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাড়িয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনার পর কড়া ভাষায় নিন্দা

করেন ভারতের লোকসভার বিরোধী দলের নেতা ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এবং বামফ্রন্টের নেতা ও রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এম পি এবং বামফ্রন্টের নেতা ও সাবেক লোকসভার সদস্য সুজন চক্রবর্তী এবং পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা ও বিজেপি নেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিম বাংলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। তবে ঘটনার পর নিরাপদে আছেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং আই এস এফ নেতা ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top