সেলিম খান কলারোয়া সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু মোরালে পুষ্প অর্পণ, কেক কাটা ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়াম সামনে অবস্থিত বঙ্গবন্ধু মেরালে পুষ্প অর্পণের করেন উপজেলা প্রশাসন পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম লাল্টু, অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের
সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা মৎস্য জিবি লীগের আবহাওয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। পুষ্প অর্পণ শেষ প্রথমবারের মতন শিশু দিবস পালনের লক্ষ্যে শিশু উপস্থাপনায় এবং একজন শিশুকে সভাপতি করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলায় প্রথমবারের মতন শিশু দিবসে শিশুর সভাপতি করে আলোচনা সভা আয়োজনের জন্য উপজেলা নির্বাহী অফিসার কে ধন্যবাদ জ্ঞাপন করে
বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দুর্দান্ত এক প্রতিবাদী ব্যক্তিত্ব। তার জীবনী থেকে দেখা যায় তিনি যেরকম প্রতিবাদী ছিলেন ঠিক সে রকম শিশুদের প্রতি তার মধ্যে শিশু প্রেমও ছিল। তিনি যে সময় আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। এ সময় তিনি প্রাথমিক শিক্ষক দের উদ্দেশ্য করে বলেন এই শিশুদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। তাদেরকে বঙ্গবন্ধুর চেতনা, দেশাত্মবোধের সৃষ্টি করতে হবে। তবেই বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে। এ সময় ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, ৫ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।