শেরপুর ডাক্তার কর্তৃক মহিলা কে মারধরে থানায় অভিযোগ

 স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুর পৌরসভার অধীনে নিজ বাড়িতে ঘর মেরামত করার সময় অবৈধভাবে বাধা প্রদান সহ শারীরিকভাবে নির্যাতন, বসত ভিটা থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেবার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির মালিক শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ থেকে জানা যায় রতন মহন্ত তার বাপ দাদার আমল থেকে উক্ত বাড়িতে বসবাস করে আসছে। বিবাদীগণ বিভিন্ন সময়ে তাদের উচ্ছেদ সহ হুমকি দিয়ে আসছিল। গত ১৪ মার্চ বুধবার বাদী ঘর

মেরামতের কাজ শুরু করলে ডা: জোবায়ের সুলতান তার সহযোগী জনৈক মিল্লাত হোসেনসহ মোট চার জনকে সাথে নিয়ে ঘর মেরামতের কাজে বাধার সৃষ্টি করে। এ সময় বাদীর স্ত্রী তাদের কর্মকাণ্ড মোবাইলে ধারণ করতে শুরু করলে জোবায়ের সুলতান বাদীর স্ত্রীকে ধাক্কা দিয়ে দেওয়ালের উপর ফেলে দেয় এবং হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলে। তাকে মারধর করে এবং আমার ছেলের মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় জুবায়ের সুলতান মোবাইল ফোনে যোগাযোগ করে আরো ১০-১২

জন অজ্ঞাতনামা ব্যক্তিকে ডেকে নিয়ে আসে যাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা এসে বাদীর স্ত্রীকে মারধর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পুলিশের উপস্তিতির কারনে প্রাননাশের হুমকি ধামকি দিয়ে চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার বলেন মারামারির একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top