পাইকগাছায় সরকারি বাড়ি ভাড়া ফাঁকি দিয়ে বিদ্যালয়ের শ্রেনি কক্ষে বসবাস করছেন ৩ শিক্ষক

শফিয়ার রহমান পাইকগাছা(খুলনা):::: সরকারি চাকুরীজীবিদের বাড়ী ভাড়া আইন ও চাকুরী বিধি লঙ্ঘন করে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে বিদ্যালয়ের শ্রেনি কক্ষে বসবাস করার অভিযোগ পাওয়া গেছে।এমন অভিযোগের প্রেক্ষিতে ১৬ মার্চ(বৃহস্পতিবার)সকাল সাড়ে ৮টায় সরেজমিনে তথ্যানুসন্ধান করতে পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে গেলে দেখা যায়,স্হানীয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের চোখ ফাঁকি দিয়ে পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের স্বয়ং প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দে ও

সহকারি শিক্ষক ভূগোল দিপংকর সরকার এবং সহকারি শিক্ষক বাংলা ভারত চন্দ্র সরকার সরকারি বাড়ি ভাড়া ফাঁকি দিয়ে বিদ্যালয়ের শ্রেনি কক্ষে দীর্ঘদিন ধরে বসবাস করে চলেছে। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছেন তেমনি বিদ্যালয়ের পরিবেশ ও নষ্ট হচ্ছে। এ সময় অভিযুক্ত শিক্ষকদের সাথে আলাপ করলে তারা জানান উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ভাইস-চেয়ারম্যান কে জানিয়ে আমরা এখানে বসবাস করছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

শাহজাহান আলী শেখ জানান,বিষয়টি আমার জানা নেই।তবে যদি কেউ থাকে তা বে-আইনী ও গুরুতর অপরাধ। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন,এ বিষয়ে আমি কিছু জানি না। তাই অনুমতি দেওয়ার প্রশ্নই আসেনা। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান,বিদ্যালয়ের শ্রেনি কক্ষে বসবাসের আইনগত কোন সুযোগ নেই আর কাউকে কোন অনুমতি দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top