নব-নির্বাচিত শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক

প্রতিবেদক:  জালাল উদ্দিন ::::  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ ইং, সকাল ১১টার শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অভিষেক অনুষ্ঠিত হয়। এ সময় অভিষেক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.  আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম

এবং সুপর্না লাহিড়ী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক

সমিতি-২০২৩ প্রধান নির্বাচন কমিশনার ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি-২০২৩ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ আবু তাহের শাহেদ গাজী শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি সভাপতি ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জহর তরফদার প্রমুখ। উক্ত মিলনায়তন অনুষ্ঠান সকাল ১১টার সময় সম্মানিত

অতিথিবৃন্দের আসনগ্রহণ পর প্রথমে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, পরে গীতা পাঠ করা হয়, সোয়া ১১টার সময় অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, সাড়ে ১১টার সময় স্বাগত বক্তব্য, ১১টা ৪০ মিনিটের সময় নির্বাচিত কমিটির পরিচয় পর্ব, ১২টার সময় অতিথিবৃন্দের বক্তব্য, পৌনে ০১টার সময় গঠনের সংগঠনের সভাপতির বক্তব্য, ০১টার সময় প্রধান অতিথির বক্তব্য, ০১টার ২০ মিনিটের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীরা, আড়াইটার সময় আপ্যায়ন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্য, সাংবাদিক-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top