বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভেটেনারি হসপিটালে আলোচনা সভা অনুষ্টিত

কামরুজ্জামান শিমুল বাগেরহাট :::: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাগেরহাট জেলা ভেটেরিনারি হাসপাতাল ও সদর উপজেলা প্রানী সম্পদ দপ্তরের উদ্যগে আলোচনা সভা ও স্কুল ফিডিং কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (১৭ ই মার্চ) সকালে জেলা ভিটেরি নারী হাসপাতালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। সভাপতিত্ব করেন

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ইমরান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আজগর আলী। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শহরের হাজী আরিফ প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তাঁদেরকে সিদ্ধ

ডিম খাওয়ানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ এবং হাজী আরিফ প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে রুবাইয়া তাছনিম ছাত্র- ছাত্রীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ভালো মানুষ হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেন এবং মেধা বিকাশে কোমলমতি ছাত্র-ছাত্রীদের পুষ্টিসমৃদ্ধ ডিম খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করার জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top