মোংলায় দলিল লেখকদের নিয়ে কর্মশালা

আলী আজীম, মোংলা বাগেরহাটঃ জনগণের মান-সম্মত সেবা নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা, পেশাদারিত্ব, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং উচ্চমান সম্পন্ন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ স্লোগানকে সামনে রেখে উপজেলার মোংলা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে অফিসার্স ক্লাবে মোংলা সাব রেজিস্টার মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ।

মোংলা সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলিল লেখনীর ক্ষেত্রে আপনাদেরও আরো স্মার্ট এবং ডিজিটাল হতে হবে। জনগণের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে হবে। একজন মানুষ অনেক ক্ষেত্রে তার শেষ সম্বল দিয়ে জমি ক্রয় করে থাকেন, আর তার দলিল সম্পাদনে কাজ করেন আপনারা দলিল লেখকগণ, ভুলভ্রান্তির উর্ধ্বে থেকে সঠিক এবং নির্ভুল

দলিল লেখনের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। একটা ভুল দলিল সম্পাদন এবং রেজিস্ট্রির মাধ্যমে একজন ব্যক্তির যেন হয়রানির শিকার হতে না হয় এজন্য আপনাদের দলিল লেখকগণের সতর্ক থাকতে হবে। উক্ত কর্মশালায় দলিল লেখকদের হাতে কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয় এবং দলিল লেখকদের বিভিন্ন প্রশ্নেরও সমাধান দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top