রমযানে সৌদি আরবের নির্দেশনা

অভিযান ডেস্ক নিউজঃ এ বছর রমযান উপলক্ষে সৌদি সরকার দশটি নির্দেশনা দিয়েছে।
১। মসজিদে হারামে ক্যামেরার ব্যবহার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার বন্ধ করা।
২। ইমাম বা মুসল্লিদের নামাজের দৃশ্য ধারণ করে যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করা।
৩। ইমাম ও মুয়াজ্জিনদের তত্ত্বাবধানে ইফতার আয়োজন।
৪। কোনো প্রকার আর্থিক অনুদান সংগ্রহ নিষিদ্ধ ।
৫। ইতিকাফকারীদের উপর নজরদারি নিষিদ্ধ।
৬। নামাজ দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত করা (বিশেষ করে কিয়ামুল লাইল)।
৭। ইফতারির জন্য কোনো আলাদা টেন্ট না বানানো এবং মসজিদের বাহিরের অংশ ব্যবহার করা।
৮। হারামাইন শরিফাইন এ লাউডস্পিকারে সাউন্ড কমানো।
৯। ইতিকাফকারীদের আই ডি কার্ড সাথে আনা এবং ইমাম কতৃক ইতিকাফ কারীদের অনুমোদন।
১০।মসজিদে শিশুদের আনা নিরুৎসাহিত করণ।

এছাড়াও খাদ্য,পানীয়, রমযান মাসে কাজের সময় সহ আরো কয়েকটি নির্দেশনা ও বিধি নিষেধ জারি করেছে সৌদি সরকার।
তথ্যসূত্র : wego.com,dhaka post,gulfnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top