ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৩ এ অংশগ্রহণকারী কোর্স মেম্বারগণের রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলনা পরিদর্শন

 ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টার– ন্যাশনাল ডিফেন্সকোর্স (এনডিসি) -২০২৩ এ অংশ গ্রহণকারী কোর্স মেম্বারগণ অভ্যন্তরীন শিক্ষা সফরের অংশ হিসেবে আজ ১৬ মার্চ ২০২৩ খ্রি. বৃহস্পতিবার সকালে রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা পরিদর্শন করেন। মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি, এসডিএস (আর্মি-১) মহোদয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ন্যাশনাল ডিফেন্স কোর্সের এ পরিদর্শন উপলক্ষে জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম,

ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়ের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কোর্সে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী, বিসিএস (প্রশাসন) এবং ৬ জন বিদেশী কোর্স মেম্বরসহ মোট ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন  ইকবাল,

অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),  নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট),  নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, খুলনা,  মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা ও খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top