অবৈধ বালু উত্তোলনের সংবাদ পরিবেশন করলে পা ভেঙ্গে ফেলার হুমকি বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আজম ওপুকে

এসএম,রুবেল চাঁপাইনবাবগঞ্জঃ অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গীয়ে চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সাংবাদিক এশিয়া টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম ওপুকে ফোনে হুমকি দিয়েছে অবৈধ বালু উত্তোলনের মুল হোতা সেলিম।জানাগেছে-অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের নাটের গুরু সেলিমের বিরুদ্ধে পাউবো’র বালু কাটার অজুহাতে ফসলী জমি কাটার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পাগলা নদীর

ভাগুয়ার ঘাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সাংবাদিক এশিয়া টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম ওপু তথ্য-চিত্র সংগ্রহ করতে গেলে সিন্ডিকেট চক্রের নাটের গুরু সেলিম মোবাইলে তাকে হুমকি প্রদান সহ কর্কশ ভাষায় গালিগালাজ করে। এছাড়াও কথিত বালু উত্তোলনকারী সিন্ডিকেটের মূল হোতা সেলিম বলেন,আমার এবিষয়ে কোন রকম ভাবে সংবাদ পরিবেশন করলে হাতুড়ি দিয়ে হাত পা ভেঙ্গে ফেলা হবে।

এবিষয়ে,বিশিষ্ট সাংবাদিক এশিয়া টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজ ওপু নিরাপত্তার জন্য শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে চাঁপাইনবাব গঞ্জের সাংবাদিক ইউনিয়ন একমত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে,সেই অবৈধভাবে বালু উত্তোলনকারী সেলিমকে জরুরি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই। আরো বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top