কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ১৫ মার্চ উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন শৃংখলা ও ভোক্তা অধিকার বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।
সভায় গুরুত্বপূর্ন আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ওসি আলী হোসেন
পিপি এম,পৌর আওয়ামীলীগের সভাপতি ও বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক ভুঞা, গড়াডোবা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ,ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রমুখ। সভাপতি কাবেরী জালাল তার বক্তব্যে বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল ও গুনগতমান বজায় রাখার স্বার্থে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।