কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ আজ বড়সড় ধাক্কা খেল কলকাতা পুলিশ। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্হার ডিভিশন বেঞ্চ জানতে চাইলেন কিসের ভিত্তিতে এত রাতে কলকাতা হাইকোর্টের আইনজীবী ও ভারতের জাতীয় কংগ্রেসের পি সি সি র মুখপত্র কৌস্তব বাগচী কে রাত তিনটের সময় বিনা নোটিশে গ্রেপ্তার করতে গেল বড়তলা থানার পুলিশ। পুলিশের এতি সক্রিয়তা এবং বিনা নোটিশে তার বাড়িতে কেন গ্রেপ্তার করতে গিয়েছিল তার জবাব দিতে হবে কলকাতা পুলিশ কমিশনার কে। সেই সঙ্গে কলকাতা
হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিধাননগর পুলিশ কমিশনারের। এবং আগামী দিনে কলকাতা হাইকোর্টে জানাতে হবে কি কারণে এত রাতে একজন আইনজীবী কে গ্রেপ্তার করতে গেল পুলিশ তার ব্যাখ্যা দিতে হবে। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের আইনজীবী ও পশ্চিম বাংলার পি সি সি র মুখপাত্র কৌস্তব বাগচী তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করে একটি বই নিয়ে মিডিয়ার সামনে তুলে ধরেন। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাক্তিগত জীবন নিয়ে কিছু বলা হয়েছে। এই বইটির লেখক তৃনমূল দলের নেতা ও সাবেক তৃনমূল দলের বিধায়ক দীপক রায়ের। সেই
ঘটনাকে কেন্দ্র করে বড়তলা থানায় একটি অভিযোগ করেন এক তৃনমূল দলের কর্মী। এই ঘটনার পর রাত তিনটের সময় কৌস্তব বাগচী কে গ্রেপ্তার করতে যান বড়তলা থানার পুলিশ। এবং দীর্ঘদিন সময় পার হয়ে যাওয়ার পর সকাল ৮,টার, সময় তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বিক্ষোভ শুরু হয়। রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা। পরে
হাজার টাকা র জামিন বন্ড দিয়ে জামিন পান। এই ঘটনার পর কলকাতা হাইকোর্টে কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কৌস্তব বাগচী। সেই ঘটনার পর আজ বিচারপতি রাজশেখর মান্হার ডিভিশন পরিস্কারভাবে জানিয়ে দেন সেইদিনের ঘটনার তদন্ত করবে কলকাতা পুলিশের কমিশনার। এবং আগামী দিনে কৌস্তব বাগচী কে যাতে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা নিরাপত্তা দেয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীর পদস্থ অফিসারদের সাথে কথা চলছে।।