খন্দকার ছদরুজ্জামান,জেলা প্রতিনিধি,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার থানা পুলিশের ঝটিকা অভিযানে বিভিন্ন চুরি,মাদক মারামারি মামলাসহ বিভিন্ন স্থান থেকে১০জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় যে, গত সোমবার ১৩ই মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল এসআই সুজিত সরকার এর নেতৃত্বে এএসআই মিকাইল, এসআই মো,বাচ্চু শেখ ও তাদের সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে চুরি
মাদক মারামারি সহ ১০ জন আসামিকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। আটককৃত আসামিরা হলেন, লোহাগড়া উপজেলার মাসুম কাজী (৩২),রাশেদুল ইসলাম (২৪),মিলু মোল্লা (২৮),দিপু মুন্সী(১৯),আনিস মুন্সী (২২),ইরফান মুন্সী (১৯),কালিয়া উপজেলার ইব্রাহিম শেখ (২৫) , নড়াগাতী থানার জামিরুল ইসলাম (২৯)এবং খুলনা জেলার কয়রা থানার
হাফিজুর রহমান (২৪)।এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে চুরি ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত মামলায় ১০ জন আসামিকে গ্রেপ্তার করি। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।