ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টারঃ খান মাসুম বিল্লাহ দিঘলিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার। সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম এর স্থলে সোমবার যোগদান করেছেন খান মাসুম বিল্লাহ। তিনি ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উর্ত্তীণ হয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে কর্ম জীবন শুরু করেন। তিনি দিঘলিয়া উপজেলায় যোগদানের পূর্বে কোটচাঁদপুর
উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ী বাগেরহাট জেলার সদর উপজেলায়। এদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহকে শুভেচ্ছা জানান দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ও সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম। এর আগে
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহকে বরণ করে নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।