তেরখাদায় অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ নেটওয়ার্কিং ও এডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলায় আজ সকালে রূপান্তর পরিচালিত অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় “ অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ নেটওয়ার্কিং ও এডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের

সভাপতি নাজমা খাঁন। ৬ টি ইউনিয়ন থেকে ১২ জন অপরাজিতা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সহায়ক ছিলেন রূপালী বেগম বারাসাত ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক সদস্য এবং খন্দকার জিলানী হোসেন এডভোকেসি ও নেটওয়ার্ক সমন্বয়কারী অপরাজিতা খুলনা

ক্লাস্টার, রূপান্তর। এসময় হেলভেটাস বাংলাদেশ এর এম এন্ডই অফিসার মাহমুদা ফাতেমা মীরা, রূপান্তর অপরাজিতা প্রকল্পের খুলনা ক্লাস্টারের পিসি সুবল ঘোষ, মনিটরিং সমন্বয়কারী ফাহামিনা জাহান ইভা ও খুলনা জেলা সমন্বয়কারী দিপ্তী রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top