সাতক্ষীরার কলারোয়ায় বেত্রাবতী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

 সেলিম খান কলারোয়া উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় বেত্রাবতী ব্রিজ নির্মাণের দাবিতে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কলারোয়া শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই মার্চ) বেলা ১১টার সময় কলারোয়া প্রেসক্লাবের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য

রাখেন, পৌর ওয়ার্কাস পার্টির সভাপতি সন্তোষ পাল, অধ্যাপক আবুল খায়ের, যুগীখালি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমূখ। বক্তারা এসময় কলারোয়া থেকে

যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলায় যাতায়াতের একমাত্র রাস্তাটির উপর জরাজীর্ণ, ভগ্নদশা অবস্থায় থাকা ব্রিজটি সম্প্রতি থেমে গেছে। যেটা অতি দ্রুত নির্মাণের জোর দাবি জানানো হয়। এই মর্মে সেতুমন্ত্রী বরাবর অতি দ্রুত স্বারকলিপি দেওয়া হবে বলেও জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top