পাইকগাছায় ৩০০ পিস ইয়াবাসহ দু’ যুবক গ্রেপ্তার

আবুল হাশেম পাইকগাছাঃ  পাইকগাছায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় গাইন ও ইব্রাহীম গাজী নামে দু’যুবককে আটক করেছে পুলিশ। হৃদয় উপজেলার গড়ইখালী গ্রামের বাবু গাইনের ছেলে ও হব্রাহীম একই গ্রামের মঈদুল গাজীর ছেলে। রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে পৌরসভার শিববাটি ব্রীজের অপরপ্রান্তে

শ্মরনখালী মোড় থেকে থানা পুলিশের এসআই সুকান্ত কর্মকার, এএসআই মঞ্জুরুল সঙ্গীয় ফোর্স নিয়ে ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে দু’জনকে আটক করেন। ইন্সপেক্টর ( তদন্ত)  রফিকুল ইসলাম ইয়াবাসহ দু’জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top