কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১৮১ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ ল্যাপটপ বিতরণ করেন নেত্রকোনা ৩ (কেন্দুয়া আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। রবিবার উপজেলা পরিষদের হল রুমে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম খানের
পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন। কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,সুধীজন ও বিভিন্ন
মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। প্রাথমিক শিক্ষকদের হাত ধরে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাবে।শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন সময় মত স্কুলে আসা যাওয়া ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদেরও মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ল্যাপটপ উপহারটিকে সঠিক ভাবে কাজে লাগানোর আহবান জানান।