কেএমপি’র মাদক বিরোধী অভিযানে  ২ কেজি গাঁজা ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ   গ্রেফতার-৪

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টার– গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১)  রিপন ফকির(৪৮), পিতা-মৃত: জিন্নাত ফকির, সাং-কুঠিবাড়ী সুকতাইল, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-৪নং ফুডঘাট, থানা-খুলনা; ২)  সাব্বির আহাম্মেদ(২২), পিতা- শরিফুল

ইসলাম, সাং-সেনহাটি কলের পুকুর মোড়, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-নয়াবাটি, থানা- খালিশপুর; ৩)  আলামীন আকন(২০), পিতা-মাহবুব আকন, সাং-বড় মাছুয়া, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-তৈয়বা কলোনী, থানা-খালিশপুর এবং ৪) ছাব্বির শেখ(২৩), পিতা-ইসমাইল শেখ, সাং-দেয়ানা শেখপাড়া, থানা-

দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০২ কেজি গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top