মনজুর হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ এ আগামী ১৪ ই মার্চ আন্তজার্তিক গনিত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আমির হোসেন, সহযোগী অধ্যাপক মুলকুতের রহমান ও সহযোগী অধ্যাপক মোঃ নাজিম উদ্দীন। উক্ত অনুষ্ঠানে পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে
থাকবেন চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক আহমদ শওকত আকবর ভূঁঞা ও সহকারী অধ্যাপক কেশব লাল নাথ। আন্তর্জাতিক গণিত দিবসকে সামনে রেখে গতকাল এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এই সময় গনিত বিভাগের ছাত্র-ছাত্রীদের আন্তর্জাতিক গণিত দিবস এ বাধ্যতামুলক অংশ গ্রহণ করতে করতে বলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের গনিত বিভাগের প্রভাষক আজগর
হোসেন ও প্রভাষক উম্মে কুলসুম। উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করবেন গনিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী পুলক চন্দ্র ভৌমিক ও ১ম বর্ষের শিক্ষার্থী কাজী ইয়াসিন,কোরআন তিলওয়াত করবেন নতুন ৩য় বর্ষের শিক্ষার্থী মামুন আবদুল্লাহ আর গিতা পাঠ করবেন ৩য় বর্ষের শিক্ষার্থী চামেলী দাস। আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি থাকবে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরুষ্কৃত করা হবে। উপস্থিত বক্তৃতায় অংশ গ্রহণ
করবেন গনিত বিভাগের নতুন ৩য় বর্ষের শিক্ষার্থী মামুন আবদুল্লাহ, ইসমাইল হোসেন, দোলন বনিক। আরও অংশ গ্রহণ করবেন ৩য় বর্ষের শিক্ষার্থী সুজন, তানভীর, আব্বাস,ফয়সাল, অর্জুন দাস ও চামেলী দাস এবং ১ম বর্ষের শিক্ষার্থী নাজমুল। ৪র্থ বর্ষ থেকে অংশ গ্রহণ করবেন পুলক চন্দ্র ভৌমিক, আফসানা আক্তার মীম
ও আমেনা আক্তার। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ১০টি বিষয় থাকবে যথাক্রমে এপি,কমপ্লেক্স নাম্বার, রিয়েল নাম্বার, ক্যালকুলাস,ন্যাচারাল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ফাংশন,ম্যাটিক্স ও স্ট্রেইট লাইন। প্রতিবছর ন্যায় এই বার ও আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষ্যে মনোমুগ্ধকর আলোকসজ্জা করবেন গনিত বিভাগের শিক্ষার্থী ফয়সাল, রুহুল আমিন, শান্ত, রহিম উল্লাহ,রাকিব, নাজমুল ও মিজানুর রহমান।