খুলনায় অনুষ্ঠিত হলো ১০ দলীয় ফাতেমা মেমোরিয়াল প্রিমিয়ার লিগ এর T12 ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ চীফ রিপোর্টার– খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতীর ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজ ১০ মার্চ ২০২৩ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হলো ১০ দলীয় ফাতেমা মেমোরিয়াল প্রিমিয়ার লীগ ( FMPL-5) T12 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা । সরদার ইসরাইল হোসেন এর সভাপতিত্বে আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন খুলনা- ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের

সিনিয়র সহ-সভাপতি এবং একসময়ের কৃতি ফুটবল প্লেয়ার জনাব আব্দুস সালাম মূর্শেদী। বিগত ২৭ জানুয়ারি ২০২৩ তারিখ এই খেলার শুভ সূচনা হয়েছিল। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে প্রায় দেড় মাস ব্যাপী এই খেলার আজ পরিসমাপ্তি ঘটে। দর্শকদের আকৃষ্ট করার জন্য ফাইনাল খেলার পূর্ব থেকেই কয়েক দিন ধরে এলাকায় ব্যাপক মাইকিং করা হয়। যদিও বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু তথাপি আজকের এই ক্রিকেট খেলায় ক্রিকেটপ্রেমী দর্শকের ছিল ব্যাপক উপস্থিতি।

বেলা ১২ টা পার হতেই দূর-দূরান্ত থেকে ক্রিকেটপ্রেমী দর্শকগণ মাঠে আসা শুরু করে। বিকাল ৩ টা বাজতে না বাজতে ব্রহ্মগাতীর ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের চারিপাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মাঠের চতুর্দিক বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছিল, যা ছিল অত্যন্ত আকর্ষণীয় ও দৃষ্টি নন্দিত। দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম খেলার শুভ উদ্বোধন করেন। ঘড়ির কাঁটা যখন ৩ টার উপর তখন এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু

হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে গোয়ালপাড়া গ্লাডিয়েটর এবং টিম গোল্ডেন পয়েন্ট। তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে খেলা হয়, অবশেষে গোয়ালপাড়া গ্লাডিয়েটর চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় টিম গোল্ডেন পয়েন্ট। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন রাজা খান এবং শিহাদ।আকর্ষণীয় এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় গোয়ালপাড়া গ্লাডিয়েটর এর সাগর এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় গোয়ালপাড়া গ্লাডিয়েটর এর তারিখ। খেলার মাঠে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে

এবং খেলা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ফাতেমা মেমোরিয়াল প্রিমিয়ার লীগের সদস্য সচিব, মোঃ আজমুজ্জামান রিমন ও আহবায়ক, প্রকৌশলী মোঃ জয়নাল খান ছিলেন অত্যন্ত তৎপর। খেলা শেষে অতিথিদের ফুল দ্বারা বরণ করে নেওয়া হয়। এছাড়া অত্র এলাকার দুইজন কৃতি ক্রীড়াবিদকেও সংবর্ধনা প্রদান করা হয়। এরপর

বিজয়ী এবং বিজিত দের মধ্যে পুরস্কার বিতরণ করেন মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি এবং খেলার উদ্বোধক উপজেলা চেয়ারম্যান মারুফুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ। সবশেষে ফাতেমা মেমোরিয়াল প্রিমিয়ার লীগ( FMPL-5) এর আয়োজনে সন্ধ্যার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তা একটানা চলে রাত ১২ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top