পাটকেলঘাটা প্রেসক্লাবে শেখ জরুল হক সভাপতি ও আব্দুল মমিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত

 শাহিন বিশ্বাস পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি ::::  ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে গত কাল শুক্রবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে সকাল ১১টা পর্যন্ত সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দৈনিক ভোরের পাতা পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি শেখ জরুল হক ২৩ ভোট পেয়ে পূনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাখফুর রহমান

জান্টু ১৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি মোঃ আব্দুল মমিন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবু হোসেন পেয়েছেন ৮ ভোট । যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিনিধি ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুলনা টাইমস পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি ফরিদ হাসান জুয়েল পেয়েছেন ১৩ ভোট । সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খুলনা পত্রিকার পাটকেলঘাটা

প্রতিনিধি এম এম জামান মনি ২০ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপর প্রার্থী প্রজন্মের ভাবনা পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি রিপন হোসাইন ১৩ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে দৈনিক আজকের তথ্য পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল জলিল ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএম মজনু

১৬ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নাজমুল হক খান, দপ্তর সম্পাদক পদে রোকনুজ্জামান রোকন, ক্রিয়া ও সাহিত্য সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন,সহ ৫জন নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মহিদুল ইসলাম, প্রভাষক ইয়াসিন আলী সরদার, প্রভাষক নাজমুল হক, প্রভাষক ফিরোজ কবির, ও শিক্ষক মুজিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top