সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে মনিপুরী সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাস উৎসব ১০ মার্চ। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলায় ৬০তম বসন্ত রাস উৎসব পালনে ধনীটিলা, রাসনগর ও রতনপুর গ্রামের মনিপুরীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। উৎসব উপলক্ষে রাসনগর, ধনীটিলা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির সাজানো হয়েছে নজরকাড়া নতুন সাজে। বসন্ত রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি অমর কুমার সিংহ এবং সাধারন
সম্পাদক মিলন কুমার সিংহ জানান, প্রতি বছরই বসন্ত রাস উৎসব এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পালন করা হয়। উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এক মিলন মেলায় মিলিত হয়। এ বছর বসন্ত রাস উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক। এ ছাড়া বিশেষ অতিথি হিসবে থাকবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, ছাতক পৌরসভার
প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, বিশিষ্ট সাংবাদিক সংগ্রাম সিংহ, মনিপুরীু সমাজকল্যান সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক কমলা বাবু সিংহ, মনিপুরী যুবকল্যান সমিতির কেন্দ্রিয় সভাপতি প্রদীপ কুমার সিংহ ও ইউপি সদস্য শফিক আলী। অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে সকাল থেকে
দুপুর পর্যন্ত ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান, বিকেলে আলোচনা সভা, সংবর্ধনা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১০টা থেকে ঊষালগ্ন পর্যন্ত শ্রীকৃষ্ণের বসন্তরাস উৎসব। আয়োজক কমিটির লোকজন জানান রাস উৎসব সফল করতে ধনীটিলা, রতনপুর ও রাসনগর গ্রামের মণিপুরী সম্প্রদায় লোকজন বিরামহীন কাজ করছে। এ উৎসবে যোগ দেয়ার জন্য সকলকে সাদর আমন্ত্রন জানিয়েছেন তারা।