রিপোর্টারঃ আহসান হাবীব ::: নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। “স্মার্ট বাংলাদেশর প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই স্লোগান নিয়ে শুক্রবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবস উদযাপন উপলক্ষে
র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজ সেবা কর্মকর্তা মো নুরুন নবীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তালুকদার , উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ফরহাদ
হোসেন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি উপজেলা দলনেতা মোঃ আবদুর রব মিয়া। শুরুতে এক র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় অতিথিরা দুর্যোগের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।