সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য নিয়ে ছাতকে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষে বুধবার ৮ মার্চ সকালে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক
আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) মো.ইসলাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস
চেয়ারম্যান আবু সাদাত লাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, হইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের লিপি আচার্য্য প্রমুখ।