ওমর ফারুক পটুয়াখালী জেলা প্রতিনিধি :::: পটুয়াখালীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষযক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা’র যৌথ আয়োজনে শহরে বর্ণাঢ্য র্্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক শরীফুল ইসলাম এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে- কেয়ার ইনচার্জ রেখা রানী হালদারের উপস্থাপনায় দিবসের প্রতিপাদ্য “ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন,জেন্ডার বৈষম্য
করবে নিরসন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন। আলোচনা সভার শুরুতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস ও নারী অগ্রগতি বিষয় কী নোট উপস্থাপন করেন পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডিস্ট্রিক পলিসি ফোরামের সদস্য এ্যাড. সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইদুল ইসলাম বিপিএম- পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আব্দুল্লাহসাদীদ,
মেয়রের প্রতিনিধি কাউন্সিলর দেলোয়ার হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক শিলা রানী। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক শিরিন সুলতানা। আলোচনা করেন সনাক পটুয়াখালীর সভাপতি পিযুস কান্তি হরি, পটুয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আফরিন জাহান নিনা, নারী নেত্রী মাহফুজা ইসলাম প্রমুখ। এর আগে সার্কিট হাউজ সামনে থেকে বর্ণাঢ্য র্্যালী বের করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ করে র্্যালী। বেলুন উড়িয়ে র্্যালীর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদসয কাজী কানিজ সুলতানা হেলেন।