মণিরামপুরে আওয়ামীলীগের উদ্যোগে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন দিবস পালন

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুরে আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলে মঙ্গলবার প্রথম প্রহরে পৌরসভা চত্বরে দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মণিরামপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও উপজেলা কেন্দ্রীয় শহীদমিনারে পূষ্পার্পন করা হয়। পরে বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে
পৌরসভা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বর্তমান তরুণ

আওয়ামীলীনেতা মুরাদুজ্জামান মুরাদের পরিচালনায় এ সময়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান,উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইসচেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন,
আওয়ামীলীগনেতা কৃষিবিদ মোজাম্মেল হোসেন মেল, অধ্য চঞ্চল ভট্টাচার্য্য,পৌর আওয়ামীলীগের সভাপতি

আমজাদ হোসেন,আওয়ামীলীগ নেতা রুহল আমিন, আওয়ামীলীগনেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তরুণ আওয়ামীলীগ নেতা ইঞ্জি, কাজী মাহমুদ পারভেজ শুভ, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাজরীন সুলতানা শোভা, উপজেলা যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর মোঃ আজিম, কৃষক লীগনেতা শামীম হোসেন, পৌর যুব লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ উপজেলা, পৌর, ইউনিয়নের আওয়ামীলীগসহ দলটির সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতেই পরিত্র কোরআন তেলোয়াত করেন ইসমাইল হোসেন এবং গীতা করেন পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top