কেন্দুয়ায় ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্ততিমুলক সভা

সাইফুল আলম দুলাল, কেন্দুয়া প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গনহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার

কাবেরী জালালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান,কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবিরসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের

শিক্ষক শিক্ষিকা,ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।
সভায় ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন,২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top