বাগেরহাটের ফকিরহাটে সড়কে ঝরল ২ প্রাণ

মেহেদি হাসান নয়ন,বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে দ্রুতগতির মাছবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় দুই চালকের দুই সহযোগী নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেহেদী হাসান সাংবাদিকে জানান, ট্রাকের চাকা পাংচার হয়ে যাওয়ায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি

মোড়ে থামিয়ে বালুভর্তি ট্রাকটি মেরামত করছিলেন চালক। সকাল সাড়ে ৬ টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুতগতির মাছবোঝাই একটি ছোট ট্রাক টি দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক দুটির চালকের দুই সহকারী মারা যান। তবে নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি, মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top