পাইকগাছার হাসপাতাল রাস্তার সংস্কারের কাজ বন্ধ থাকায়, দুর্ভোগে রুগী সহ এলাকাবাসী

আবুল হাশেম পাইকগাছা খুলনাঃ খুলনা পাইকগাছার ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ পাইকগাছা উপজেলা হাসপাতাল রোডটি। পৌরসভা সহ ১০ ইউনিয়নের জনগণের চিকিৎসা নেওয়ার একমাত্র মাধ্যম,আর এই রোডটি হাসপাতালের  প্রধান রোড। স্থানীয় বাসীন্দা সহ শত শত রুগীর  চলাচল করতে হয় এই রোড দিয়ে। পাইকগাছা পৌরসভার  জিরোপয়েন্ট ও পুরাতন বাসস্ট্যান্ড   সংলগ্ন  কালিবাড়ী হয়ে হাসপাতালের এই রোডটি কয়েক বছর ভেঙে যানবাহন চলাচল অনুপযোগি হয়ে পড়েছিল। স্থানীয় বাসীন্দা ও হাসপাতালে রোগী আনা-নেয়ার প্রধান

সড়কটি  সংস্কারের উদ্যোগ নিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু রোডটি সংস্কারের পরিবর্তে বর্তমানে রুগী সহ  স্থানীয়দের পূর্বের অবস্থার থেকেও দুর্ভোগে পড়েছে। সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় দুই মাস আগে কালিবাড়ি থেকে হাসপাতালে হয়ে ওয়াপদা পর্যন্ত রাস্তাটি খুড়ে আবার রাস্তার সেই ব্যবহৃত পুরানো ইট, খোয়া বানিয়ে শুধুমাত্র দু’পাশে হেজিং করে ফেলে রেখেছে। ফলে রাস্তা সংলগ্ন দু’পাশের অসংখ্য বসতবাড়ি ও  দোকানপাট গুলো প্রতিনিয়ত লাল ধুলায় ছেয়ে যাচ্ছে। এসব বসতবাড়ি ও দোকানপাটের মালামাল পরিষ্কার করতে করতে রীতিমত হিমশিম খাচ্ছে। খাবারের

দোকানের  অনেক খাবার লাল ধুলায় নষ্ট হচ্ছে।ধুলার কারণে মানুষের শ্বাস প্রশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। স্বাস্থ্য সেবা নিতে এসে আরো রোগী হয়ে যাচ্ছে।
ওষুধের দোকানদার নুরুল ইসলাম বলেন, বিগত দুই মাস, রাস্তাটি খুড়ে পুরানো ইট ভেঙে রেখে দিয়ে রাস্তার দু’পাশের হেজিং দিয়েই লাপাত্তা হয়ে গেছে ঠিকাদারের লোকজন। সেই থেকে রাস্তার দু’পাশের বসতবাড়ি ও দোকানপাটে বসে বেচাকেনা করা অসম্ভব হয়ে পড়েছে, ধুলায় লাল রঙ হয়ে যাচ্ছে সবকিছু। আমরা মারাত্মক অসহ্য যন্ত্রণায় পড়েছি।উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান  বলেন, বাসস্ট্যান্ড কালিবাড়ি মৌড় হতে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে প্রায় ওয়াপদা পর্যন্ত ৪৯ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে এক কিলোমিটার রাস্তার সংস্কারের কাজের জন্য গত বছর ঠিকাদার নিয়োগ প্রদান করা হয়েছিল,সাতক্ষীরার পলাশপোল এলাকার মেসার্স জে এন্ড জে ইন্টারন্যাশনাল নামের ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে। ওয়ার্ক অর্ডার প্রদান করা হয়েছিল ০৯/১০/২২ তারিখে এবং সিডিউল অনুযায়ী সংস্কার কাজ শেষ করার তারিখ ছিল ০৬/০১/২৩। কিছু দিন কাজ করে চলে গেছে আর আসছে না । চিঠি দেওয়া হয়েছে,ফোন দিচ্ছি ফোন ধরছে না,স্থানীয় বাসীন্দা সহ রোডের দুইধারের সকল দোকানদাররা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বসহকারে দেখার জন্য অনুরোধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top