খুলনা মহানগরীর দৌলতপুরে টিপুর নামে মিথ্যা মামলার প্রত্যাহারে মানববন্ধন

রিপোর্টার মিজানুর রহমান খুলনাঃ ৫ মার্চ রবিবার বিকাল ৪ টায় দৌলতপুর মহাসিন মোড় মেইন রোডে গোলাম রব্বানী টিপুর নামে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা করেন। এ সময় বক্তব্য

রাখেন ভুক্তভোগী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, যুব সমাজের অহংকার, দেয়ানা-দৌলতপুরের কৃতি সন্তান গোলাম রব্বানী টিপু।তিনি তার বক্তব্যে বলেন আমাকে উস্কানি মূলকভাবে ৬ নাম্বার আসামি করে মামলা দেয়া হয়েছে। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন তাই ষড়যন্ত্রমূলক এই মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। তিনি

বলেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভালোভাবে এটা তদন্ত করে দেখবেন এবং আমার নামে যারা মিথ্যা মামলা করেছে তারাও অনতিবিলম্বে আমার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করুন নয়তো স্থানীয় জনগণকে সাথে নিয়ে এর প্রতিহত করা হবে। উক্ত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসাধারণ জনগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top