খন্দকার ছদরুজ্জামান জেলা প্রতিনিধি,নড়াইলঃ
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ১১ নং ইতনা ইউনিয়ন পরিষদের ৮ জন সদস্য, ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ৮ জন সদস্য মিলে লিখিত আকারে জেলা প্রশাসক মহোদয় বরাবর অনাস্থা প্রদান করেছেন। সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের দাবী, ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান সীমাহীন দুর্নীতি,অনিয়ম,অপ্রত্যাশিত লুটপাট এবং জনগণকে ভয়ভীতি দেখিয়ে ইউনিয়নের শান্তি-শৃংখলা নষ্ট করছে। সেই সংগে গরীব মানুষের হক ভিজিডি কার্ড, বয়স্ক, বিধবা,প্রতিবন্ধী ভাতা,মাতৃতকালীন ভাতা,ডিপ
টিউবওয়েল এবং টিসিবি কার্ড সহ সরকারের যাবতীয় অনুদানের একটা বড় অংশ টাকার বিনিময়ে সচ্ছল পরিবারদের প্রদান করে। সদস্যরা আরো বলেন আমরা চেয়ারম্যান কে বোঝানোর চেষ্টা করি কিন্তু তিনি আমাদের কথার কোন মূল্যায়ন করেন নাই। পরবর্তীতে আমরা চেয়ারম্যান কে বলি আপনি এই সমস্ত কাজ বন্ধ না করলে আমরা মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক মহোদয় এর কাছে অভিযোগ দিতে বাধ্য হবো।তখন চেয়ারম্যান সাহেব অশ্লিল গালিগালাজ করে বলে তোরা যার কাছে অভিযোগ দিবি দে,তারা আমার কিছুই করতে পারবে না। এমতাবস্থায়, ইতনা ইউনিয়ন পরিষদের ৮
সদস্যের, মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মুর্তজা এবং জেলা প্রশাসক মহোদয় এর নিকট
জোরালো দাবী, উপরোল্লিখিত বিষয়গুলো সরেজমিনে তদন্ত পূর্বক ঐতিহ্যবাহী ১১ নং ইতনা ইউনিয়নের ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে ইউপি সদস্যগণের সাক্ষরিত অনাস্থা প্রস্তাব গ্রহণসহ উক্ত চেয়ারম্যান শেখ সিহানুক রহমানকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।