ফকিরটিলা মাঠে মিনি বার নাইট ফুটবল প্রতিযোগিতা ফাইনালে চ্যাম্পিয়ন চাচা-ভাতিজা স্পোর্টিং ক্লাব

 সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক পৌর সভার ১নং ওয়ার্ডের ফকিরটিলা মাঠে ইয়ং ষ্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনি বার নাইট ফুটবল টুনামেন্টের ফাইন্যাল শুক্রবার রাতে অনুষ্টিত হয়েছে। এফসি স্পোর্টিংক্লাব ইছামতি ও চাচা- ভাতিজা স্পোর্টিং ক্লাব ফকিরটিলার মধ্যে এ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্টিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচটি ড্র হলে তা ট্রাইবেকারে গড়ায়। দু’দফা ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইবেকারে ফকির টিলা চাচা-ভাতিজা স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন হয়েছে। মাঠে ফাইনাল ম্যাচ শুরু হয়েছে রাত ১১ টায়। এর আগে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। গত ২৫ জানুয়ারি ফকিরটিলা মাঠে উদ্বোধন করা হয় মিনি বার নাইট ফুটবল টুনামেন্ট প্রতিযোগিতার। ১২০ টি দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। একমাসের ও বেশি সময় ধরে চলা এ প্রতিযোগিতার ফাইনাল শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। রাতে মাঠে ফাইনাল প্রতিযোগিতা শেষে অনুষ্টিত হয় পুরস্কার বিতরণী সভা। খেলা পরিচালনা কমিটির সভাপতি

শাহ ফারুক মিয়ার সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোজান্মেল হক রুহেলের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সুনামগঞ্জ পৌর সভার মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সামাদ, শামসুর রহমান বাবুল, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী সাদমান মাহমুদ সানি, মুক্তিযোদ্ধা সন্তান মাহবুব মিয়া,

ছাত্রনেতা আব্দুল মুনিম মামনুন প্রমুখ। অতিথিবৃন্দ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের দলীয় অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ইউপি সদস্য রাসেল মিয়া, শাহ বাহারুল হক জামাল মিয়া, শাহ আলম, শাহ মঈনুল হাসান, আব্দুস সোবহান, নুরুল হক, মুন্না, এনামুল হক, রইছ উদ্দিন, পরিচালনা কমিটির নাহিদ হাসান, ফাহিম আহমদ, রুম্মান, মারজান আহমদ, রুমেন, রাব্বি, ইমন, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top