সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে “বিশ্ব শ্রবণ দিবস” উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকালে ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এলাকা থেকে র্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কৈতক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। বিদ্যালয়ের হলরুমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন এফসিপিএস (ইএনটি)ডাক্তার মোহাম্মদ
আব্দুল হাফিজ শাফী ও দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড সাইন্টিফিক পার্টনার’র যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। র্যালীতে উপজেলার জাউয়া বাজার, চরমহল্লা, ভাঁতগাও, সিংচাপইড় ও খুরমা দক্ষিণ ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম ডাক্তার ও ফার্মাসিষ্টগণ অংশগ্রহন করেন। সকালে উপস্হিত সকলের মধ্যে টি-শার্ট বিতরণ, পরে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। “আসুন কানের যত্নে সচেতন হই:যত্নের সাথে শুনুন, জীবনভর শুনুন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কৈতক ২০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড, নেক সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল হাফিজ শাফী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাযাত ফার্মেসীর স্বত্তাধিকারী ননী ব্যানার্জী কানু, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড’র সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ মোতাহার হোসেন, এরিয়া ম্যানেজার নূর নবী, আবু
হানিফ, মোহাম্মদ ওসমান গনি, ছাতক প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক, দৈনিক মানবজমিন’র উপজেলা প্রতিনিধি নূর মিয়া রাজু। বক্তব্য রাখেন, ছাতক সিএইচসিপি এসোসিয়েশন’র সভাপতি এমদাদ হোসেন, কৈতক নূসরাত ফার্মেসীর স্বত্তাধিকারী, কৈতক হাসপাতালের ইপিআই বিভাগের ট্যাকনিশিয়ান আবুল হোসেন, জাউয়া জহুরা ফার্মেসীর স্বত্তাধিকারী ফার্মাসিস্ট আবুল কালাম আজাদ, কৈতক রতন ফার্মেসীর স্বত্তাধিকারী রতন দেব,গ্রাম ডাক্তার পীর আব্দুল হান্নান প্রমুখ।