ঘোলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে চারদিনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:::; আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের ঘোলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে শুরু হয়েছে  ক্রীড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ক্রিয়া অনুষ্ঠানে মোট ১৬,টি, দলের মধ্যে ধাপাস বল প্রতিয়োগিতা শুরু করা হয়েছে। আজ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান দল হিসেবে অংশ নেন, আসাদুরের ধানের গোলা ও কুলিশ্বর পারভীন সঙ্ঘের। আজ এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোলা জনকল্যাণ

সমিতির সাধারণ সম্পাদক গোলাম মুরশিদ সরদার এবং আবদুস সালাম মোল্লা ও সেলিম মোল্লা ওরফে বাবু ও ঘোলা জনকল্যাণ সমিতির র অন্যতম কর্মকর্তা এ বি এম সেলিম মন্ডল ও ঘোলা জনকল্যাণ সমিতির র কর্মকর্তা এবং উত্তর কুসুম জি পি ও র সদস্য আনার হোসেন গাজী ও ঘোলা জনকল্যাণ সমিতির সদস্য জামসিদ সরদার।

এই ধাপাস বল খেলাটি পরিচালনা করেন রেফারি সৈয়দ আবদুল্লাহ ও রাজু মোল্লা এবং লাইনম্যান বাপি লস্কর। টান টান উত্তেজনা র মতো খেলা শুরু হয় এবং এই খেলায় প্রথম দিনে জয়লাভ করেন আসাদুরের ধানের গোলা। এই খেলা দেখতে কয়েক হাজার মানুষ উপস্তিত হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top