পাইকগাছায় সাংবাদিকদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

 শফিয়ার রহমান (খুলনা)- পাইকগাছা :::   খুলনার পাইকগাছার আগড়ঘাটা উপস্বাস্হ্য কেন্দ্রে অনিয়মের তথ্য সংগ্রহ করায় ৪ সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা

কার্য্যালয়ের সামনে মেইন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পাইকগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধনে সাংবাদিক শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক

জি এম মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন জিএম আসলাম হোসেন, শেখ সেকেন্দার আলী,পলাশ কর্মকার, মহানন্দ অধিকারী মিন্টু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম কর্মরত সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের সাথে সাথে কথিত প্যারামেডিকেল ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top