তেরখাদা উপজেলায় জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষে নানা কর্মসূচি পালন

তেরখাদা প্রতিনিধিঃ দেশের অন্যান্য স্থানের ন্যায় তেরখাদায় আজ (বৃহস্পতিবার) জাতীয় ভোটার দিবস- ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলা নির্বাচন অফিস তেরখাদা খুলনা এর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, নতুন ভোটারের ছবি তোলা,আইডি কার্ড বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। সকাল দশটায় বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকদের সমন্বয়ে এক র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র্যলি শেষে উপজেলা পরিষদের চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ

নেতা শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম মোঃ শারাফাত হোসেন মুক্তি। স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মজিদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, একাডেমিক সুপারভাইজার সাহেলা

সুলতানা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম জুম্মান,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিপ্লব কুমার মন্ডল,উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ রকিবুল ইসলাম। সভায় এছাড়া বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে নতুন ভোটারদের ছবি তোলা হয় এবং উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন স্থানে আইডি কার্ড বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top